
ময়মনসিংহের হলুয়াঘাটে প্রায় দুই লক্ষ টাকার হেরোইনসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক এর নির্দেশনায় এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ডের ছাত্রী ছাউনি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র আলম (৩৫)।
হালুয়াঘাট থানার ওসি মাহবুবুল হক ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, আটককৃত ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর