
গুরুদাসপুরের রোজী মোজাম্মেল মহিলা কলেজের অধ্যক্ষ মাহাতাব উদ্দিনকে মারধরের পর কলেজ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে। বিচার চেয়ে বৃহস্পতিবার দুপুরে চলনবিল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন ওই অধ্যক্ষ। গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ওই অধ্যক্ষ বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে তিনি কলেজের প্রশাসনিক কাজ করছিলেন। হঠাৎ প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি জাহিদুল ইসলাম কলেজে প্রবেশ করে তাকে ধমকাতে থাকেন। এক পর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে কলেজ থেকে বের করে দেন। জাহিদুল ইসলাম গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের সভাপতি।
অভিযোগ অস্বীকার করে কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, মাহাতাব ওই কলেজের অধ্যক্ষই না। তাকে কলেজ থেকে বের হয়ে যেতে বলা হয়েছে মাত্র। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রশ্নই উঠেনা।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। কিন্তু বিষয়টি কলেজের অভ্যন্তরীণ হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর