
সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরের বিভিন্ন স্থানে কোটা বিরোধী আন্দোলন করেছেন ছাত্র-ছাত্রীরা। ‘আমার ভাইয়ের রক্ত-বৃথা যেতে দেব না, জেগেছে জেগেছে-ছাত্র সমাজ জেগেছে, কোটা প্রথা বাতিল কর-করতে হবে’ ইত্যাদি শ্লোগানে শহরের বিভিন্ন সড়কপথে মিছিল করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু বিএম কলেজ থেকে একটি মিছিল রোকেয়ার মোড় দিয়ে শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ গেটে পৌঁছালে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। ধাওয়া খেয়ে শিক্ষার্থীরা থানার সামনে সমবেত হয়। সেখানেও তাদের ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগ। এরপর পৌর ভবনের সামনে আন্দোলনকারীদের ব্যানার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এরপর মোটরসাইকেল শোভাযাত্রা বের করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে সংক্ষিপ্ত পথসভা করে ছাত্রলীগ। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুব ক্রীড়া সম্পাদক মিল্টন উদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি স.ম সেলিম প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধার সন্তানসহ ছাত্রলীগের কর্মি সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় উপজেলার খুবজীপুর ইউনিয়নের ছাত্র-ছাত্রীরা কোটা বিরোধী বিক্ষোভ মিছিল করে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল হোসেন জানান, আন্দোলনের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর