
সারা দেশে চলমান কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের প্রত্যন্ত এলাকাতেও শহরের পাশাপাশি গ্রামের স্কুল কলেজ গুলোতেও আন্দোলন ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল আতাহার হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা বিরোধী মিছিল বের করে, একই সাথে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে শোক র্যালি বের করা হয়। স্কুল ক্যাম্পাসসহ স্থানীয় বাজার এলাকা প্রদক্ষিণ করেছে শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল শেষে কলেজ চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবি জানান, সেই সাথে চলমান আন্দোলনে নিহতদের জন্য দোয়া করেন একই সাথে ছাত্র নেতা শহীদ আবু সাইদসহ আন্দোলন কারীদের হত্যার ন্যায় বিচার কামনা করেন শিক্ষার্থীরা। এ বিক্ষোভ মিছিলে শতশত ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর