
রাবেয়ার বোলিংয়ে তোপে মোটে ৯৬ রানে থামে থাইল্যান্ড। জবাবে ১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা রাবেয়া খান।
চলতি এশিয়া কাপের সেরা বোলিং করে রাবেয়া লিড ফ্রম দ্যা ফ্রন্ট। ৪০ রানে বোচাত্থাম ফিরলে একশ'র আশা কার্যত শেষ হয়ে যায় থাইল্যান্ডের। শেষ পর্যন্ত তাদের দেয়া ৯৭ রানের টার্গেটে ১৫ বল হাতে রেখেই পৌঁছে যায় টিম টাইগ্রেস।
মুর্শিদা খাতুনের ফিফটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।
সর্বশেষ খবর