রাশিয়ার সরকারি যোগাযোগবিষয়ক পর্যবেক্ষক সংস্থার অনুরোধে অ্যাপল দেশটির অ্যাপ স্টোর থেকে বেশকিছু ভিপিএন সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট অ্যাপ নির্মাতারা। খবর টেকক্রাঞ্চ।
গত সপ্তাহে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, রাষ্ট্রীয় ইন্টারনেট নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা রস্কোমনাডজর দেশটিতে অ্যাপ স্টোর থেকে ২৫টি ভিপিএন অ্যাপ সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। সোমবার লা ভিপিএন ও রেড শিল্ড নামে দুটি ভিপিএন পরিষেবা জানায়, তারা অ্যাপল কর্তৃপক্ষ থেকে অ্যাপগুলো স্টোর থেকে সরিয়ে নেয়া-সংশ্লিষ্ট একটি চিঠি পেয়েছে। অ্যাপগুলো সরিয়ে নেয়ার কারণ হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়, অ্যাপ্লিকেশনগুলোয় রাশিয়ার আইনবিরুদ্ধ বিষয়বস্তু রয়েছে, যা তাদের অ্যাপ রিভিউ গাইডলাইন্স মেনে চলে না।
অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেয়া বাকি অ্যাপগুলোর পক্ষ থেকেও একই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতার। চিঠিতে মূলত বলা হয়েছে, ভিপিএন অ্যাপগুলো রাশিয়ার আইন লঙ্ঘন করছে। অ্যাপগুলো যেসব রাষ্ট্রে পরিচালিত হচ্ছে ওইসব রাষ্ট্রের আইন মেনেই তা অ্যাপ স্টোরে রাখার নির্দেশ দেয়া হয়েছে অ্যাপলের চিঠিতে।
অ্যাপ নির্মাতারা জানান, চিঠিগুলোয় অ্যাপ অপসারণের জন্য আইন লঙ্ঘন ব্যতীত আর কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগে সরকার ভিপিএন বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করার পর এটি ভিপিএনগুলোর ওপর সর্বশেষ ক্র্যাকডাউন।
সর্বশেষ খবর