টানা ৬ দিন বন্ধ থাকার ফের চালু হয়েছে ইন্টারনেট সেবা।
২৩ জুলাই, মঙ্গলবার বিকাল ৭টা থেকে পুনঃরায় ইন্টারনেট সেবা চালু করা হয়।
এর আগে ১৮ জুলাই, বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় মহাখালীর ডাটা সেন্টার পুরে যাওয়ায় রাত ৯ টা থেকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।
পরে টানা ৬ দিনের চেষ্টায় মঙ্গলবার বিকাল ৭ টা থেকে সাময়িকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে শুধুমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে। আপাতত ঢাকা ও চট্টগ্রামে এই সেবা চালু হবে। তবে, ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেইসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন পলক।
সর্বশেষ খবর