দুবাইয়ে বিক্ষোভের জেরে বাংলাদেশিদের ভিসা সাময়িক বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এমন খবর প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি গণমাধ্যমে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করার কথা জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এমনও তথ্য সংযুক্ত করা আছে।
বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেনি সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে বলে যে খবর চাউর হয়েছে সেটি ‘গুজব’।
বুধবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এ কর্মকর্তা জানান, বাংলাদেশি কর্মীদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হয়নি। ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। এটি গুজব। আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। এ নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে।
সহিংসতার পক্ষে বিক্ষোভ করায় ৩ প্রবাসীকে যাবজ্জীবন সাজা দিয়েছেন দেশটির আদালত। এছাড়া ৫৪ জনকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা। খবর সময়নিউজ
চলমান অস্থিরতার মধ্যে নিজ দেশের সরকারের বিরুদ্ধে চাপ বাড়াতে দুবাইয়ে বিক্ষোভ করেন কিছু প্রবাসী বাংলাদেশি। এ সময় সহিংসতাকে উসকে দেয়ার অভিযোগে ৫৭ জনকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। পরে তিন বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সংযুক্ত আরব আমিরাতের আদালত। এছাড়া ৫৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। বিক্ষোভের জেরে বাংলাদেশিদের জন্য সাময়িক বন্ধ করা হয় সংযুক্ত আরব আমিরাতের ভিসা।
সর্বশেষ খবর