নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ১৯ আরোহী নিয়ে একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়েছে। এতে ১৮ জন নিহত হয়েছেন। বুধবার (২৪ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
এছাড়া গুরুতর আহত অবস্থায় পাইলটকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার বেলা ১১টার দিকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল। তবে এটি উড্ডয়নের পর পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। ফলে বিমানটিতে আগুন লেগে যায়। এ ঘটনায় এখনও উদ্ধারকাজ চলছে।
পৃথক প্রতিবেদনে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বুধবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফের সময় সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে।
সর্বশেষ খবর