বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশের জন্য ক্ষমা চেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই।
আন্দোলনের মধ্যে গত রোববার (২১ জুলাই) ইন্ডিয়া টুডে এনই তাদের ওয়েবসাইটে একটি সংবাদ প্রকাশ করে। যার শিরোনাম ছিল ‘ইন্ডিয়ান স্টুডেন্টস ফ্লি ঢাকা অ্যামিড ভায়োলেন্ট ক্ল্যাশেস, পিএম শেখ হাসিনা এয়ারলিফটেড’।
সংবাদটি অনলাইনের পাশাপাশি ইন্ডিয়া টুডে এনই’র এক্স অ্যাকাউন্টেও পোস্ট করা হয়। তাতে লেখা হয়: ‘বিভিন্ন প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, এই বিশৃঙ্খলার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় তার বাসভবন থেকে হেলিকপ্টারে সরিয়ে নেয়া হয়েছে। তার বর্তমান অবস্থান এখনও অজানা।’
ভিত্তিহীন এই সংবাদের জন্য প্রতিবাদ জানায় নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। এই প্রতিবাদের পর ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ইন্ডিয়া টুডে এনই।
সংবাদমাধ্যমটি তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘ইন্ডিয়া টুডে এনই এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং আমাদের প্রতিবেশী দেশে বিভ্রান্তি বা উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন সংবাদের জন্য দুঃখিত
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর