
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার নিহতদের স্মরণে উপাসনালয় প্রার্থনা এবং শুক্রবার-শনিবার ইমার্জেন্সি হেলথ ফোর্স ও লিগ্যাল এইড ফর স্টুডেন্টস গঠনের উদ্যোগ ও কার্যক্রম পরিচালনা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (২৬ জুলাই) রাত সোয়া ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বায়ক আব্দুল হান্নান মাসউদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার (২৬ জুলাই) শহিদদের জন্য সারাদেশে মসজিদগুলোতে দোয়া ও মোনাজাত এবং মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হবে।
এর আগে চলমান কোটা সংস্কার দাবির আন্দোলনে ১৫ হাজারের অধিক আন্দোলনরত ছাত্র ও জনতা আহতের দাবি করে বলা হয়, আহতদের সুচিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 'ইমার্জেন্সি হেলথ ফোর্স' গঠনের উদ্যোগ নিয়েছে। একই সাথে সারাদেশে প্রতিটি জেলায় মেডিকেল শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়কদের স্ব-উদ্যোগে 'ইমার্জেন্সি হেলথ ফোর্স' গঠনের আহ্বান করা যাচ্ছে।
এতে আরও বলা হয়, একই সাথে সারাদেশে প্রতিটি জেলায় আইনজীবী,আইনে অধ্যয়নরত শিক্ষার্থী ও সমন্বয়কদের স্ব-উদ্যোগে 'লিগ্যাল এইড ফর স্টুডেন্টস' গঠনের আহ্বান করা যাচ্ছে।আগামী ২৬ ও ২৭ জুলাই সারাদেশে আহত ছাত্র-জনতার চিকিৎসা নিশ্চিতে 'ইমার্জেন্সি হেলথ ফোর্স' ও আইনি সহায়তা নিশ্চিতে 'লিগ্যাল এইড ফর স্টুডেন্টস' কে জোরালো কার্যক্রম পরিচালনা করবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর