পাবনার চাটমোহরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে বৃদ্ধ, মহিলা ও শিশুসহ ৫ জন আহত হয়েছে। এসময় প্রতিপক্ষের লোকজন বাড়ির গৃহবধূর কোলে থাকা ৯ মাসের শিশু সন্তানের পা ধরে টেনে ছুড়ে ফেলে দিয়ে তাকে বেদম মারপিট করে মাথা ফাটিয়ে দেয়।
গত শনিবার (২০ জুলাই) সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরেই চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য আনিছুর রহমান। তবে এমন নৃশংস ঘটনার পাঁচ দিন পুলিশ অভিযান চালিয়ে আলামিন নামের এক আসামীকে গ্রেফতার করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বালুদিয়ার গ্রামের মৃত. নুরুল ইসলামের ছেলে আনিছুর রহমানের সাথে প্রতিবেশী দুলাল হোসেনের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধপূর্ণ জমিতে আনিছুরের বাড়ির পাশে কিছু জায়গা দখল করে মাটি কেটে ঘর তুলতে ছিলেন দুলাল হোসেন গং।
এসময় আনিছুরের বাড়ির মহিলা সদস্যরা তাদের অন্যায় ভাবে জায়গা দখল করে মাটি কেটে ঘর নির্মাণের প্রতিবাদ করলে দুলাল হোসেনের পরিবারের ১০-১৫ জন লাঠি, বাঁশ, সাফল নিয়ে তাদের ওপর অতর্কিত আক্রমণ করে।
এসময় আনিছুরের বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিল না। পরিবারের মেয়ে সদস্যদের ওপর আক্রমণের মুহূর্তে তাদের রক্ষায় অপর এক গৃহবধূ নয় মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে এগিয়ে গেলে আক্রমণকারীরা তাকেও বাদ দেয়নি। তার কোলে থাকা শিশু সন্তানকে পা ধরে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে দুরে ছুড়ে ফেলে তারা। এতে করে শিশুটিও মারাত্মক আহত হয়।
এমন পরিস্থিতিতে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একজন গৃহবধূর অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে পরে সেখান থেকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। জমি সংক্রান্ত বিরোধে এক পক্ষ ঐ পরিবারের সদস্যদের মারপিট করেছে। অভিযোগ পাওয়ার পরে পুলিশ অভিযান চালিয়ে এক আসামীকে গ্রেফতার করেছে। অন্য সকল আসামিদের গ্রেফতারে অভিযান চলবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর