![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আ: বাছেদ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলা পরিষদ ফটক সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের বিস্ফোরক দ্রব্য আইন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সখীপুর থানা সূত্র জানিয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বাছেদ সিকদার পৌর বিএনপি ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিল। বর্তমানে তিনি সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, কে কোন রাজনৈতিক দলের নেতা পুলিশের কাছে এটা মূল বিষয় নয়। মূলত বাছেদ সিকদারের নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর