পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচ শেষ। যেখানে বিসিবির লাল-সবুজ দলের কেউই জেতেনি। তবে দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই দাপুটে অবস্থানে ছিল সবুজ দল। তাদের হয়ে সেঞ্চুরি করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক।
প্রথম প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে নেমে বিসিবির লাল দল মাত্র ১৩১ রানেই অলআউট হয়ে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির হয়ে ৮৪ বলে সর্বোচ্চ ৫০ রান করেন মুশফিকুর রহিম, এ ছাড়া শফিকুল করেন ৩০ রান। এর আগে লাল দলের প্রথম তিন ব্যাটারই আউট হন দুই অঙ্কের ঘরে পৌঁছার আগেই। মাঝে মুশফিক হাল ধরেছিলেন, এরপর আবারও একই ধস এবং শেষদিকে দলীয় সংগ্রহ বাড়ে শফিকুলের ব্যাটে।
বিপরীতে, সবুজ দলের হয়ে ৪০ রানে ৪ উইকেট শিকার করেন অফস্পিনার নাঈম হাসান। এছাড়া খালেদ আহমেদ ৩টি, রুয়েল মিয়া ২টি এবং তাইজুল ইসলাম ১ উইকেট শিকার করেছেন।
মুশফিকদের ছোট পুঁজির সামনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় সবুজ দল। আশিকুর রহমান এবং নাঈম শেখের উদ্বোধনী জুটি থেকে ৪১ রান আসে। ২৬ বলে ১৪ রানের ইনিংস খেলে বিদায় নেন আশিকুর। সঙ্গী নাঈম সাজঘরে ফেরার আগে খেলেছেন ৪৫ বলে ৩৮ রানের ইনিংস। শেষ বিকেলে মুমিনুল দলের হাল ধরেন। মাঝে ৪৭ বলে ২৬ রানের ইনিংস খেলেন ইয়াসির আলি রাব্বি। পরে প্রীতম কুমারকে সঙ্গে নিয়ে ফিফটির দ্বারপ্রান্তে গিয়ে দিনের খেলা শেষ করেন মুমিনুল।
দ্বিতীয় দিনে অনায়াসেই ফিফটি সম্পূর্ণ করেন মুমিনুল। এক প্রান্ত আগলে রেখে এগিয়ে গেছেন মুমিনুল। তার ব্যাটে চড়েই রান উঠেছে দলের বোর্ডে। দারুণ সাবলীল ব্যাটিংয়ে শেষমেশ তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন মুমিনুল হক। দলের ২৫৮ রানের মাথায় আউট হওয়ার আগে ১৮৩ বলে ১২৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, প্রীতমও ৮২ বলে ৩৪ রান করে ফেরেন। এ ছাড়া আর কেউ বলার মতো ইনিংস খেলতে না পারায় ২৭৪ রানে গুটিয়ে যায় সবুজ দল। তবে তারা ১৪৩ রানের লিড পেয়ে যায়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লাল দল সেই লিড পেরিয়েছে ঠিকই, তবে তারা খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিল না। দিন শেষ না হলে হয়তো ফল তাদের বিপক্ষে যেতে পারত। কারণ ১৪৭ তুলতেই লাল দল হারিয়ে বসে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসেও তাদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন মুশফিক। এ ছাড়া আহরার আমিন অপরাজিত থাকেন ৩১ রানে। ইনিংসিতে সবুজ দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট তুলে নেন তাইজুল। আগামী ২৯ জুলাই থেকে তিনদিন ব্যাপী দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে লাল ও সবুজ দল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর