
ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী নার্গিস খাতুন (৩৩) নিহত হয়েছে। এই ঘটনায় আরও তিন জন আহত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রোববার সকালে উপজেলার ফরিদপুর - বরিশাল মহাসড়কের হামিরদী নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে ঢাকাগামী রোজিনা পরিবহনের চাপায় ভাঙ্গা পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী নার্গিস খাতুন (৩৩) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নিজ বাড়ি থেকে তার কর্মস্থল ভাঙ্গায় যাচ্ছিলেন বলে ব্যাংকের ব্যবস্থাপক মানোয়ার হোসেন নিশ্চিত করেন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ঢাকা-বরিশাল মহাসড়কের সড়ক দুর্ঘটনায় নার্গিস খাতুন (৩৩) নামে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী নিহত হয়েছেন আহত হয়েছ আরো ৩ জন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর