
সাতক্ষীরার তালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিয়া তাহসিন (১১) মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সামিয়া উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের মো. সুজাউদ্দীনের তৃতীয় তম সন্তান। স্থানীয় এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। ছামিয়ার চিকিৎসার ব্যয় ভার বহন করতে দিন মুজুর বাবার পক্ষে সম্ভব নয়। সাহায্যের আবেদন জানিয়েছেন বিত্তবানদের প্রতি।
সামিয়ার বাবা মো. সুজাউদ্দীন বলেন, প্রায় ৪ মাস আগে শারীরিক সমস্যা দেয় সামিয়ার। জ্বর জ্বর লাগে, মাথায় মাঝে মাঝে প্রচুর- ব্যথা হয়। ক’দিন ধরে বাঁ চোখটিও বুজে আসছে। জোর করেও তাকিয়ে থাকতে পারে না। দেখতেও পারছে না ঠিকমতো। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। চলতি বছরের জুন মাসের ২০ তারিখে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে টিউমার অপসারণ করা হয়। বায়োপসি রিপোর্টে সামিয়ার ক্যানসার ধরা পড়ে। বর্তমানে সামিয়া ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. মো. ইউছুফ আলির অধীনে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে চিকিৎসা নিচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন , ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত ১৭টি কেমো ও ২৮টি রেডিও থেরাপি দিতে পারলে শিশুটি সুস্থ হয়ে যাবে। আর সেজন্য প্রয়োজন অন্তত ১৫ লক্ষ টাকা।
সামিয়ার পিতা আরও জানান, ইতোমধ্যে সহায় সম্পত্তি বিক্রি করে সন্তানের চিকিৎসার জন্য প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় করেছি। চিকিৎসার বাকি খরচ জোগানো আমার পক্ষে সম্ভব নয়। একদিকে সামিয়ার চিকিৎসা, অন্যদিকে স্কুল পড়ুয়া অন্যান্য সন্তানদের লেখাপড়া আর সংসার খরচ। এখন কি করবো কিছুই ভেবে পাচ্ছি না।
মেয়েটির ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে সামিয়ার পুরো পরিবার এখন দিশেহারা। একদিকে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে প্রাণপ্রিয় সন্তান, অপর দিকে বিপুল পরিমাণ টাকার যোগাড়ের অনিশ্চয়তা। কোন দিকে যাবেন এই অসহায় পিতা? এখন প্রাণপ্রিয় সন্তানকে বাঁচাতে সমাজের হৃদয়বান মানুষের দিকে তাকিয়ে আছেন সামিয়ার বাবা ও পরিবার।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর