
ভরা বর্ষাতেও বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বৃষ্টির দেখা নাই। এতে রোপা আমন ধান চাষাবাদ বাধাগ্রস্ত হচ্ছে। এ উপজেলার কৃষকেরা বাধ্য হয়ে গভীর ও অগভীর নলকূপের পানি দিয়ে জমিতে রোপা আমন ধানের চাষাবাদ করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১৬ হেক্টর জমিতে। এ উপজেলার কৃষকরা শ্রাবণ মাসের শুরু থেকে ১৫ দিনের মধ্য আমন ধানের চাষাবাদ শেষ করেন। এ বছর পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে এখনও পুরোপুরিভাবে চাষাবাদ শুরু করতে পারেনি কৃষকরা। ফলে বর্ষাকালেও উপজেলার বিভিন্ন মাঠে শুষ্ক মৌসুমের মতোই সেচযন্ত্রের ব্যবহার করতে দেখা যাচ্ছে। আবার কোন কোন কৃষক এখনও বৃষ্টিপাতের অপেক্ষায় রয়েছেন।
উপজেলার ইসবপুর মাঠে বৈদ্যুতিক অগভীর নলকূপ দিয়ে জমিতে সেচ দিতে দেখা যায় কৃষক শাহ আলমকে। আমন ধান চাষাবাদের ভরা মৌসুমে জমিতে পানি না থাকায় সেচ দিয়ে জমি লাগাতে হচ্ছে বলে জানান তিনি।
উপজেলার গোপাল পুর গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, এখন আমন ধান চাষের ভরা মৌসুম। কিছু দোপা জমিতে পানি থাকলেও বেশি ভাগ মাঠ শুকে গেছে। তাই কৃষকদের বাধ্য হয়ে সেচ দিয়ে জমি চাষ করতে হচ্ছে। এতে আমন ধান চাষের খরচ বৃদ্ধি পাবে।
নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক জানান, এখন রোপা আমন ধান চাষের পুরো মৌসুম। নিচু জমিতে সেচ না দিয়েও চাষাবাদ চলছে। আর উঁচু মাঠে সেচযন্ত্র ব্যবহার করে রোপা আমন ধান চাষ করছেন কৃষকরা। আমরা কৃষি অফিস থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর