ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সব কর্মসূচি প্রত্যাহার স্ক্রিপ্টেড বলে অভিযোগ তুলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়কেরা। এমন স্ক্রিপ্টেড বিবৃতি প্রত্যাহার করে ফের কর্মসূচি ঘোষণা করেছেন, একাংশের সমন্বয়কেরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সারাদেশে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করবেন তারা।
রোববার (২৮ জুলাই) রাত ১১টা ৫০ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এসব জানানো হয়।
এতে বলা হয়, সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহিদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকবো।
এতে অভিযোগ তোলা হয়, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে। ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারাদেশে রেইড করে গণগ্রেফতার করেছে। হাজার হাজার মামলা ও গ্রেফতার করা হচ্ছে।
কর্মসূচি সম্পর্কে বলা হয়, আগামীকাল সারাদেশে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ। আমাদের দাবি আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সকল নাগরিককে অনুরোধ করছি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর