
আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহানস্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুনছা মুজিব এঁর ৯৪তম জন্মবার্ষিকী ও ৫ আগস্ট বাংলাদেশর ক্রীড়াঙ্গনর অন্যতম পথিকৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৫তম জন্মবার্ষিকী। দিবসগুলো যথাযাগ্য মর্যাদায় পালনের জন্য সোমবার জেলা প্রশাসকর সম্মেলন কক্ষে প্রস্ততি সভার আয়োজন করে জেলা প্রশাসন।
নেত্রকানার জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রট শাহেদ পারভেজের সভাপতিত্ব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- নেত্রকানা পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) শিবলী সাদিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদর সাবেক কমান্ডার নূরুল আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল মনসুর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম রোকন, নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের শিক্ষক, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর