কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ফেনীতে গতকাল রবিবার বিকালে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে। শহরের তাকিয়া রোডে দেয়ালগুলোতে তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জান্থি 'শিক্ষা ও ছাত্রলীগ একসাথে চলবে না', 'রাষ্ট্র সংস্কার চাই, 'স্বৈরাচার নিপাত যাক' সহ নানা প্রতিবাদী স্লোগান দেয়ালে লিখেন শিক্ষার্থীরা।
দেয়াল লিখনে অর্ধশত শিক্ষার্থী উপস্থিত থেকে গ্রাফিতি ও দেয়াল লিখনে তাদের সহযোগিতা করেন। এসময় তারা বলেন, শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটককৃত শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেয়াড় দাবী জানায়। দাবি মেনে ফেনীর দেয়ালে লিখে শিক্ষার্থীদের
নেওয়া না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। প্রয়োজনে আবার মাঠে নামব। তারা আরো বলেন, সরকার আগের মতোই পরিপত্র পরিপত্র খেলা শুরু করেছে। কাজেই আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। উলটো ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে।তানিশা মেহজাবিন নামে এক শিক্ষার্থী বলেন, যাদের মারা হয়েছে তারা
আমার ভাই, আমার বোন। এ সরকার তাদের কোন কারণ ছাড়াই খুন করেছে। আমাদের ভাইদের ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আমাদের ভাইদের হত্যার প্রতিবাদে আন্দোলন করে যাবো।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর