ফের দেশের মোবাইল ফোন অপারেটররা ১ ও ৩ দিনের ইন্টারনেট প্যাকেজ চালু করতে যাচ্ছে। শিগগিরই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন নির্দেশনা দেওয়া হবে।
সোমবার (২৯ জুলাই) বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোবাবার (২৮ জুলাই) বিটিআরসি ভবনে মোবাইল টেলিফোন অপারেটর নেতাদের সঙ্গে বৈঠক ১ ও ৩ দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালুর নির্দেশ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এর আগে, গেল বছরের ১৫ অক্টোবর থেকে মোবাইল গ্রাহকদের জন্য তিন ও ১৫ দিনের ডাটা প্যাকেজ বন্ধ করে দেয় বিটিআরসি। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং ফের ১ ও ৩ দিন বা স্বল্প মেয়াদি ডাটা চালুর দাবি ওঠে।
রার/সা.এ
সর্বশেষ খবর