
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারতে মৃত এক বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর করা হয়েছে। সোমবার রাতে সোনাহাট সীমান্তে ভূরুঙ্গামারী থানা পুলিশ ও বিজিবির প্রতিনিধি দলের কাছে মৃত ওই বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর করে ভারতের গোলকগঞ্জ থানা পুলিশের একটি দল।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রোস্তমনগর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের পুত্র বাবুল মিয়া ভারতের আসাম রাজ্যের ধুবুরী জেলার গোলকগঞ্জ থানার খালিসামারী ছোটগুমা গ্রামে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত প্লাস্টিকের ব্যবসা করে আসছিল।
গত ২৭ জুলাই বাবুল মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে ধুবুরী জেলা হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ঐ গ্রামের মৃত জুরান আলী শেখের পুত্র আব্দুল লতিফ শেখ মৃতের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর গ্রামের বাড়িতে খবর দেন। পরে ভারতের গোলকগঞ্জ থানায় যোগাযোগ করার পর সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকার সময় গোলকগঞ্জ থানার এএসআই রতন কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল বাংলাদেশের ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিনের উপস্থিতিতে মৃত বাবুল মিয়ার লাশ ২২ বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়নের আওতাধীন সোনাহাট বিওপির সোনাহাট স্থলবন্দর দিয়ে বাবুল মিয়ার আত্মীয় স্বজনদের নিকট লাশ হস্তান্তর করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর