১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের ব্যতিক্রমী উদোগ্যে সীমান্তবর্তী তরুণ মেধাবী ছাত্র-ছাত্রী, বেকার ও যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কড়িয়া বিওপি চত্বরে ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়েছে।
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীনস্থ কড়িয়া বিওপি সীমান্ত সু-রক্ষাসহ চোরাচালান প্রতিরোধে নিরলস ছেষ্টা করে যাচ্ছে। বিগত দুই বছরে কড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত এবং স্পেশাল অপারেশন টিমের কঠোর অভিযানে তৃণমূল পর্যায়ে বেশ ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। বিগত ২ বছরে প্রায় ১২২টি মামলার মাধ্যমে ৯২ জন মাদক পাচারকারী/ চোরাকারবারিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। যা বিগত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ সাফল্য। যার ফলে কড়িয়া সীমান্তে চোরাচালান ও মাদক পাচারের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে নিরাপদ আলোকিত সীমান্তে রূপান্তরিত হয়েছে।
কড়িয়া বিওপি এলাকায় সীমান্তে চোরাচালান ও মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অভিযান এবং সীমান্তবর্তী জনসাধারণের সার্বিক সহযোগিতা ও প্রচেষ্টায় বেশকিছু সংখ্যক চোরাকারবারি স্বাভাবিক জীবনে ফেরত আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ফলে কড়িয়া সীমান্তে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।
এই পরিবেশকে কাজে লাগিয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সীমান্তবর্তী অসহায় ও দরিদ্র মানুষকে সহযোগিতা করার জন্য নানা সামাজিক উদ্যোগ গ্রহন করে বিজিবি। সে লক্ষ্যে ওই এলাকার তরুণ মেধাবী ছাত্র-ছাত্রী, বেকার ও যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গঠনের অংশ হিসেবে কড়িয়া বিওপি আদর্শ বিওপিতে রুপান্তর এবং সীমান্তবর্তী তরুণ মেধাবী ছাত্র-ছাত্রী, বেকার ও যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং এবং কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিবি উত্তরপশ্চিম অঞ্চল রংপুর রিজিওনের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি। এসময় তিনি কড়িয়া বিওপিকে আদর্শ বিওপি হিসেবে ঘোষণা করার পাশাপাশি সীমান্তবর্তী তরুণ মেধাবী ছাত্র-ছাত্রী, বেকার ও যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং এবং কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবি কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি। অনুষ্ঠানে সকল কোম্পানি/বিওপি কমান্ডার, সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি রংপুর রিজিওনের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যেমন সীমান্তে অপারেশন কার্যক্রম পরিচালনা করে সীমান্ত সুরক্ষিত রেখেছে তেমনি সীমান্তবর্তী গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে বিভিন্ন সময় এসে দাঁড়িয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ সীমান্তবর্তী তরুণ মেধাবী ছাত্র-ছাত্রী, বেকার ও যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হলো এবং বিজিবি’র মানবসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর