
কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আওয়া মীলীগের কেন্দ্রীয় কর্মসূচি শোক পালন উপলক্ষ্যে শেরপুরে শোক র্যালি ও দোয়া মাহফিল করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে শহরের নিউমাকের্ট থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ আসনের এমপি ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে একটি বিশাল শোক র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে নিউমার্কেট পায়রা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবীর রুমান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় এমপি ছানুয়ার হোসেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন দলের কাছে কর্মী ও নেতার পরীক্ষার সময়। আওয়ামী লীগের সঙ্কটে, দেশের সঙ্কটে ঘরে বসে থাকবেন, বড় বড় লেকচার দেবেন, চায়ের দোকানে বসে সমালোচনার ঝড় তুলবেন, আর সম্মেলনের সময় সভাপতি- সাধারণ সম্পাদক হওয়ার জন্য চকচকে- ঝকঝকে পাঞ্জাবী পড়ে নেতা হতে আসবেন এমন চরিত্রের লোকদের আর নেতা বানানো হবে না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই ডাক দেবেন, সেটা সকাল ৬টা কিংবা রাত ৩টা সাথে সাথে এসে জামাত বিএনপি’র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর এমন আন্দোলনে যাদের ভূমিকা থাকবে তাকেই আওয়ামী লীগ নেতা বানাবে। আলোচনা শেষে সহিংসতায় নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর