মৌলভীবাজার জেলার কমলগঞ্জে এক কনস্টেবলকে পুলিশ ফাঁড়ির ভেতর থাপ্পড় মারায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (২৮ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার শমসেরনগর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের আব্দুল মুমিনের ছেলে জাকির আহমেদ (২৫) ও তার ছোট ভাই শাকিল আহমেদ (২০)।
পুলিশ জানায়, রবিবার রাতে শমসেরনগর পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্য বাজারে ডিউটি করছিলেন। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন জাকির। একপর্যায়ে পুলিশ সদস্য হাবিবুর রহমানকে ধাক্কা দেয় তার গাড়ি। তখন কারণ জানতে চাইলে জাকির পুলিশের ওপর হামলা চালান।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ নম্বরবিহীন মোটরসাইকেলসহ তাঁদের আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে আরেক কনস্টেবল হুমায়ুন আহমদকে চড় মারেন জাকির। এ ঘটনায় টিএসআই দীপক রায় বাদী হয়ে দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন এবং মোটরসাইকেল জব্দ করেন।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাকির৬৭ হোসেন বলেন, কমলগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাদেরকে সোমবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর