সুনামগঞ্জের দিরাই উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে মুতিয়া বেগম(৮০) নামে এক বৃদ্ধ মহিলা নিহত সহ সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। নিহত মুতিয়া বেগম উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামের হরমান খানের মা। গত সোমবার (২৯ জুলাই)বিকেল ৪টায় উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও দিরাই পুলিশ সূত্রে জানা গেছে,গ্রাম্য বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে পুকিডহর গ্রামের হোসেন খান ও প্রবাসী আরজু খানের পক্ষের লোকজন একাধিকবার সংঘর্ষ ও গোলাগুলিতে লিপ্ত হয়। আদালতে দুই গ্রুপের ডজনখানেক মামলাও রয়েছে।
এ নিয়ে বিগত ২৩ সালের ২৫ অক্টোবর বুধবার ওই দুই গ্রুপের গোলা গুলিতে ঘটনাস্থলেই আরজু খানের পক্ষের দুলাল মিয়া মারা যায়। এসময় দুই পক্ষের আরো কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়। এ মামলার রেশ কাটেনি এখনও, এর মধ্যে আবারও সোমবার দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের আগাতে বৃদ্ধ মুতিয়া বেগম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এমতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল রেফার করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করা সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে কোনো পক্ষে এখনো লিখিত অভিযোগ দায়ের করে নি। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে,তদন্ত চলছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর