![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, ওসি মোঃ ওবাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল।
পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, জিএম আব্দুস সালাম কেরু, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর নির্বাহী পরিচালক ঈমান উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ মন্ডল, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওসার আহমেদ আকন, এসডিএফ কর্মকর্তা নাসিম আনসারী, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও চিংড়ি চাষি আলহাজ জিএম রেজাউল করিম।
অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চিংড়ি চাষি হিসেবে লতার আদর্শ মৎস্য খামারের রমেশ সানা, মৎস্য চাষি হিসেবে আলহাজ জিএম রেজাউল করিম, মৎস্য ব্যবসায়ী হিসেবে কাগুজী মৎস্য আড়ত এর শওকত মোড়ল, ব্লু স্টার হ্যাচারির বাবন কান্তি দাশ ও মৎস্যজীবী সংগঠন হিসেবে দেবদুয়ার মৎস্যজীবী সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর