ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পূর্বঘোষিত 'মার্চ ফর জাস্টিজ' কর্মসূচি পুলিশি বাঁধায় পণ্ড হয়েছে। দুপুর আড়াইটায় কুষ্টিয়া কোর্ট চত্বরে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাঁধা দেয়। এসময় শহরের বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারী সন্দেহে ১৪ জন শিক্ষার্থীকে আটক করেন পুলিশ। বুধবার (৩১ জুলাই) কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকৃতদের মধ্যে ১১ জন ইসলামি বিশ্ববিদ্যালয়ের ও বাকি তিনজন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, বুধবার দুপুর আড়াইটায় কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে শিক্ষক-শিক্ষার্থী ও আইনজীবীসহ সকল পেশাজীবী নাগরিকদের উপস্থিতিতে পদযাত্রা শুরুর কথা ছিল। এ কর্মসূচিকে ঘিরে আদালত চত্বরে ও সকল প্রবেশপথে পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্য মোতায়েন করা হয়। এসময় আন্দোলনকারী সন্দেহে আইনজীবীদের চেম্বার ও দোকান থেকে শিক্ষার্থীদের খুঁজে খুঁজে বের করে দেন পুলিশ সদস্যরা। পরে বিভিন্ন এলাকা থেকে ১৪ শিক্ষার্থীকে আটক করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী বলেন, জনশৃঙ্খলা ব্যাহত করছিল এমন কয়েকজনকে সন্দেহভাজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি। যদি তারা জড়িত থাকে তাহলে তাদেরকে আটক করা হবে, অন্যথায় ছেড়ে দেওয়া হবে। এখনও তাদেরকে যাচাই-বাছাই করা হয়নি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর