নড়াইলে বালতির পানিতে ডুবে পনেরো মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পনেরো মাস বয়সী শিশুর নাম আকিবুর বিশ্বাস। শিশু আকিবুর বিশ্বাস সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে। বুধবার শিমুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির পরিবার জানান, বুধবার আকিবুর পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির উঠানে পানি ভর্তি বালতির কাছে খেলা করছিল। বালতি ধরে দাঁড়াতে গিয়ে অসাবধানতাবশত শিশুটির মাথা বালতির নিচের দিকে চলে যায়। বিষয়টি কারো নজরে না পড়ায় সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর