
যারা গরিবের হক মারে তাদের মানুষের সামনে দাঁড় করাবো। চুরি করবা আর বড় বড় কথা বলবা তা হবে না। মাস্তানি ও গুন্ডামি সব জায়গায় চলেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ এমপি। জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেজগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ এমপি।
বুধবার (৩১ জুলাই) উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সভাপতিত্ব করেন। স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতিকের সমর্থকদের ট্রেড লাইসেন্স না দেয়াড় সিদ্ধান্তে ইউপি চেয়ারম্যানের সমালোচনা করে প্রধান অতিথি আব্দুর রশীদ এমপি আরও বলেন, তুমি প্রতিষ্ঠিত খুনি। আমি জানি তুমি কয়টা খুন করছ।
আমি রাজপথের মানুষ। গরীব মানুষ আমার বন্ধু। ঠিকমতো দুঃস্থ্যদের ভিজিএফ চাল দিতে পার না। তাদের হক কাউকে চুরি করতে দেবনা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সহ সভাপতি ও পৌর মেয়র মনির উদ্দিন, যুগ্ম সম্পাদক এমএ গনি, থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, মৎস্য চাষি জাহাঙ্গীর আলম, হীরা শেখ, সাইদুর রহমান প্রমূখ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তা ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ। পরে একটি র্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে পুকুরে পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর