নড়াইলের লোহাগড়ায় নয়ন শেখ (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় সবুজ কাজী (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ( ১ আগস্ট) সকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নয়ন শেখ উপজেলার বয়রা বাগবাড়ি এলাকার মৃত কবিরুল শেখের ছেলে। আহত সবুজ কাজী একই গ্রামের হাসান কাজীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নয়ন শেখের স্ত্রীর সিজারিয়ান অপারেশনের জন্য লোহাগড়ার একটি ক্লিনিকে যান। পরে মোটরসাইকেল যোগে নয়ন ও সবুজ লোহাগড়ার দিকে যাওয়ার পথে বয়রা পূর্বপাড়া এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিডি২৪লাইভকে বলেন,পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর