
কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় বন্ধ হওয়ার পর আজ থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে, লোকাল ও কমিউটার ট্রেন। তবে এখনও বন্ধ রয়েছে রাজবাড়ি থেকে ঢাকাসহ সারাদেশের সাথে আন্তঃনগর ট্রেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাজবাড়ি থেকে পোড়াদহের উদ্দেশ্যে শাটল ট্রেনটি ছেড়ে যায় সকাল ৮টা ৫৫ মিনিটে। যা ফিরে আসে দুপুর ২টার পর। ফরিদপুরের ভাঙ্গাগামী রাজবাড়ি এক্সপ্রেস ট্রেন-১ ছেড়ে যায় সকাল ৬ টা ৩০ মিনিটে। যা আবার ভাঙ্গা থেকে রাজবাড়ীতে আসে সকাল সাড়ে ৮ টায়। অপরদিকে সকাল সাড়ে ১০টায় রাজবাড়ি থেকে পোড়াদহের উদ্দেশ্যে ছেড়ে গেছে ভাটিয়াপাড়া এক্সপ্রেস। যা ফিরে আসবে বিকেল ৫ টায়। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা রেলওয়ে স্টেশন মাস্টার।
এদিকে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। তবে অনেকেই না জানার কারণে যাত্রী চাপ একেবারেই নেই। পাংশা থেকে কুষ্টিয়া যাওয়ার জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রী আসলাম হোসেন বলেন দীর্ঘদিন পর আবার ট্রেন চলছে ভাল লাগল। আমাদের জেলাতে তো কোন সহিংসতা হয়নি, আমরা শান্তি প্রিয় মানুষ। ট্রেন চললে আমাদের সুবিধা অনেক। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হোক।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর