১৫ জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্যের বাসভবনের অভ্যন্তরে উপাচার্য ও প্রক্টরের উপস্থিতিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ হলের ওয়ার্ডেন পদ থেকে পদত্যাগ করেছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো.শামীম হোসেন।
গত ২৪ জুলাই হল প্রশাসনের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। এর আগে ২২ জুলাই মৌখিকভাবে প্রশাসনের কাছে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
শামীম হোসেন বলেন,গত ১৫ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কিছু শিক্ষকদের উপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীরা নৃশংস হামলা চালায়। এসময় উপাচার্য ও প্রক্টর উপস্থিত থাকলেও কোন ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি।
যে প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না সেই প্রশাসনের অঙ্গ হিসেবে আমি কাজ করতে চাই না।তার জন্যই আমি পদত্যাগ করেছি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর