কোটা সংস্কার আন্দোলনের প্রথম দিকে জুড়ী শহরে একটি শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়েছিলেন ওসমান গণি (২৪)। আজ (বৃহস্পতিবার) বাবার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে ডিবি পরিচয়ে তাকে আটক করা হয়েছে। ওসমান জুড়ী শহরের একমাত্র পত্রিকা এজেন্ট সংবাদ বিতানের স্বত্বাধিকারী আবুল কালামের পুত্র এবং কুলাউড়া সরকারি কলেজের স্নাতক ২০১৯-২০ ব্যাচের শিক্ষার্থী।
ওসমানের বাবা আবুল কালাম জানান, বৃহস্পতিবার দুপুরে ডিবি পরিচয়ে কয়েকজন লোক সংবাদ বিতান থেকে ওসমানকে তুলে নিয়ে যান। ওসমান কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নয়।
মৌলভীবাজার ডিবি'র অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ জানান, ওসমান বড়লেখা থানার একটি মামলার আসামি। তাকে আটক করে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী আটক ওই শিক্ষার্থীকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর