
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদীপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত দুই বাসযাত্রী নিহয় হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। আজ শুক্রবার সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার সকাল ৭টার দিকে রাজবাড়ি থেকে ফরিদপুরগামী যাত্রী বাস ও বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ রাজবাড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। রাজবাড়ি সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত দুই পুরুষ যাত্রী আহত হয়েছেন। বাকিদের ফরিদপুর প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনা সংবাদ জানার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর