
গাজীপুরের কালীগঞ্জে গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালিত অটো রিকশার সাথে মহিষ বাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাকিল আহম্মেদ ওরফে আবেদ (৩৫) নামে ১ জন নিহত ও চালকসহ ৫ জন গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
বৃহস্পতিবার (১ আগস্ট ) মধ্যরাতে গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের জঙ্গালীয়ার দুবুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল আহম্মেদ ওরফে আবেদ কাপাসিয়ার তারাগঞ্জের একডালা এলাকার আবির হোসেনের ছেলে। তিনি রাজধানীর মতিঝিলে একটি বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিস সহকারী পদে চাকুরি করতেন।
শুক্রবার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন।
ওসির বরাত দিয়ে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহিষবাহী ট্রাক (ঢাকা মেট্রো -ট ১৮-৭৬২৭) এর সাথে গাজীপুর -ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের দুবুরিয়া নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে করে ঘটনাস্থলেই শাকিল মারা যান এবং সিএনজিতে থাকা চালকসহ বাকি ৫ জন গুরুতর হন। ঘটনার সাথে সাথেই ঘাতক চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) জামিলুর রহমান ঘটনাস্থল থেকে মৃতদেহ দুর্ঘটনা কবলিত সিএনজি এবং মহিষ বাহি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) মাহতাবউদ্দিন জানান, ঘাতক চালক ট্রাক ফেলে পালিয়ে গেছে, এ বিষয়ে কাউকে আটক করা যায়নি। নিহতের স্বজনেরা নিহতের লাশ শনাক্ত করে বাড়ি নিয়ে যান। আমরা তাদের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর