টানা কয়েকদিনের বৃষ্টিতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। একইসাথে বৃষ্টির সঙ্গে ভাঙন আতঙ্কে দুশ্চিন্তা বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় নদীর পাড় ভাঙন দেখা দিয়েছে। ফলে জনসাধারণকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, গত কয়েকদিন ধরে এ উপজেলায় থেমে থেমে ভারি-মাঝারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে পানি বাড়তে শুরু করেছে হাঙর, হাতিয়ার, টঙ্কাবতী ও ডলু নদীতে। পানির সঙ্গে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। ইতোমধ্যে উপজেলার আধুনগর, পুটিবিলায় ডলু নদী এবং চরম্বায় টঙ্কাবতীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে জনসাধারণকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাছান বলেন, নদীর আশেপাশে যারা আবর্জনা ফেলছে তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ডলু নদীর আমিরাবাদ অংশে কিছু আবর্জনা পরিষ্কার করার পর থেকে পানির স্রোত কিছুটা বেড়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর