
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি আজ শুক্রবার (২ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ারবাজার নামক স্থানে ঘটেছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়- দুপুরে একটি মাইক্রোবাস যোগে কিছু যাত্রী রংপুরের দিকে যাচ্ছিল। এসময় কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ারবাজার নামক স্থানে রংপুরমুখী মাইক্রোবাস ও অপর দিক থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। এতে আহত হয়েছে ৪ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত্যু ব্যক্তিরা হল- ডিমলা উপজেলার দক্ষিণ গয়াবাড়ি মাঝাপাড়া গ্রামের নুরল হকের পুত্র আনারুল ইসলাম (৪০) ও জলঢাকা উপজেলার দক্ষিণ চেরেঙ্গা হাজীপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র মাজেদুল ইসলাম মতি (৪৫)।
নিহত আনারুল ইসলামের প্রতিবেশী মতিয়ার জানান- আনারুল ইসলাম কাজের সন্ধানে বগুড়া যাচ্ছিল। অন্যদিকে মাজেদুল ইসলামের একজন প্রতিবেশী জানান- মাজেদুল ইসলাম মতি তার অসুস্থ বাবাকে রংপুর মেডিকেল কলেজে দেখার জন্য যাচ্ছিল। পথেই তাদের দুইজনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর