বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানির প্রতিবাদ এবং আন্দোলনকারী শিক্ষার্থী নয় দফার প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বৃষ্টিতে ভিজে দেশের সকল মেডিকেলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শুক্রবার (২ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের করেন তারা।
সমাবেশে চিকিৎসক আবু সাইদ মো. মোসাব্বির বলেন, আমরা ডাক্তরা দুই জায়গায় যুদ্ধ করেছি। আমরা শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে এখানে এসেছে। শিক্ষক সমাজকে বলব, দলমত নির্বিশেষে যেন এগিয়ে আসি। এতগুলো প্রাণ যে ঝরে গেলো তার বিচার চাই। এমন ঘটনা ঘৃণা ভরে ধিক্কার জানাই।
আরেক চিকিৎসক আব্দুর সাকুর খান বলেব, জাতীয় জীবনে যেই মেঘের ঘন-ঘটা শুধু আমাদের বাচ্চারা জীবন দেইনি, অনেক সাধারণ মানুষ হাসপাতালে কাতরাচ্ছে। একজন সচেতম নাগরিক হিসেবে আজ এখানে দাঁড়িয়েছি। যে ট্রাক্সের টাকায় কেনা গুলিতে, সেই গুলিতে মারা যাচ্ছে নিরীহ প্রাণগুলো। অঙ্ক যতই কঠিন হোক, সমধান আছে। ঠিক তেমনি সকল সমস্যার সমাধান আছে। আমরা প্রতিটি বুলেটের বিচার চাইব।
আব্দুল্লাহ চৌধুরী নামের আরেক চিকিৎসক বলেন, আমরা বলি রাষ্ট্রের মালিক। কিন্তু আমরা কিসের ভিত্তিতে এই রাষ্ট্রের মালিক সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। মুখে বলি এদেশের মালিক আর অনুভব করি আমরা দাস। আমাদের জীবনের কোনো মূল্য নাই।
পরে সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়, মিছিলটি শহীদ মিনারের দু'পাশের সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর