
১৪ দলের বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার প্রস্তাব গ্রহণের পর আদালত পরবর্তীতে সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে যাতে পাংশার কোথায় কোন মিছিল মিটিং সমাবেশ জামাত-শিবির করতে না পারে এ জন্য পাংশা মডেল থানা পুলিশ শহরের সড়কে সতর্ক অবস্থানে ছিল।
শুক্রবার দুপুর থেকে পাংশা শহরের বিভিন্ন সড়কে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি লক্ষ করা যায়। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন কোন অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি না হয় এ জন্য আমাদের পুলিশ সতর্ক রয়েছে।
এদিকে জামাত শিবিরের কোন মিছিল মিটিং বা শহরের কোথায় তাদের অস্তিত্ব দেখা যায়নি বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। শহরের বাইরেও কোথাও জামাত শিবিরের কোনো মিছিল মিটিং হওয়ার খবর পাওয়া যায়নি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর