
বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের ছোনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ের পুরোনো ভবনের দরজা, জানালা, স্টিলের গ্রিলসহ বিভিন্ন লোহার স্ট্রাকচার অবৈধভাবে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত ৩০ জুলাই দুপুরবেলা বাবুগঞ্জ বাজারের ভাংগাড়ি ব্যবসায়ী আনোয়ারের কাছে ওই সকল স্টিলের স্ট্রাকচার তিনি বিক্রি করেন। পরে ঘটনাটি জানাজানি হলে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবদুস সালাম বিক্রিত মালামাল জব্দ করে ফাঁড়িতে নিয়ে যান।
পাতাকাটা এলাকার সাখাওয়াত হোসেন বিদ্যালয়ের সরকারি মালামাল বিক্রির সত্যতা স্বীকার করে বলেন, মাহবুব মাস্টার ৩২৬ কেসের একজন আসামি। সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এলাকায় তিনি ক্ষমতার দাপটে চলেন। নামে মাত্র তিনি একজন শিক্ষক। স্কুলে হাজিরা দিয়ে তিনি বিভিন্ন সময় অন্য কাজে তিনি জড়িত থাকেন।
এ ব্যাপারে ভাঙারি ব্যবসায়ী আনোয়ার হোসেন মাল ক্রয়ের সত্যতা স্বীকার করে বলেন, স্কুলের স্টিলের গ্রিলসহ বিভিন্ন মাল মাহবুব মাস্টার কাছ থেকে ক্রয় করেছি এবং এই বাবদ তাকে ১৩ হাজার ৭'শ টাকা দিয়েছি।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মুঠো ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
জানতে চাইলে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. আবদুস সালাম জানান, জব্দকৃত মালামাল ফাঁড়িতে আছে। এটিইও তদন্ত করে গেছেন। সংশ্লিষ্ট বিভাগ দ্রুত ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা শিক্ষা অফিসার লায়লা জেরিনা আকতার বলেন, এটিইও সুব্রত কুমারকে তদন্ত করতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা নেয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর