বৃষ্টি ও পুলিশি বাধা উপেক্ষা করে জয়পুরহাটে ৯ দফা দাবিতে কোটা বৈষম্য বিরোধী ছাত্ররা শুক্রবার (২ আগস্ট) বেলা ৩ টায় প্রধান সড়কের বাটারমোড়ে স্থানে অবস্থান ও গণমিছিল কর্মসূচি পালন করেছে।
কোটা বৈষম্য বিরোধী ছাত্ররা বেলা ৩ টার সময় পূর্ব ঘোষণা অনুযায়ী শহরের আমতলী এলাকায় গণমিছিল নিয়ে সড়কে নামার চেষ্টা করলে পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়। এ সময় পুলিশ জয়পুরহাট সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র নাজমুস সাকিবকে আটক করে। এতে ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কিছু সময় পরে জয়পুরহাটের নতুনহাট এলাকা থেকে ছাত্রদের একটি বিক্ষোভ মিছিল শহরের বাটার মোড়ে অবস্থান নেয় এবং ছাত্ররা আটক সাকিবের মুক্তির দাবি করে গণমিছিল সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় উভয় দিকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিপুল সংখ্যক পুলিশ ব্যারিকেডের মধ্যেও কোটা বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা নানা স্লোগান দেয়। পরে আটক নাজমুস সাকিবকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নাজমুস সাকিবকে আটক করার পরে ছেড়ে দেওয়া হয়েছে। ঘণ্টাখানেক বিক্ষোভ সমাবেশ পালন করে বিক্ষোভে অংশ গ্রহণ করা ছাত্ররা রাজপথ ছেড়ে পুনরায় নতুনহাট সড়কে ফিরে যায়। পরে শান্তিপূর্ণ পরিবেশে আবার যানবাহন চলাচল শুরু হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর