
কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের পাশে হিন্দু বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়,উপজেলার বুড়িচং সদরের দক্ষিণ বাজার আওয়ামীলীগের কার্যালয়ের সামনে হিন্দু বাড়ির দিনুদ কর্মকার ঘরে এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত থাকা সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয় বুড়িচং ফায়ার সার্ভিসকে খবর দিলে দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভাতে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকদের সম্মিলিত চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, দিনুদ কর্মকার এর স্ত্রী অচনা রাণী কর্মকার ও পুত্র বধু তিথী কর্মকার গ্যাসের সিলিন্ডার দিয়ে রান্না করতে গেলে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনের খবর চারদিকে জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয়রা যায় সেখানে উপস্থিত থাকা সাংবাদিক ফায়ার সার্ভিসকে খবর দেয়। দিনুদ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার জানায়, ২টি খাট, ১টি ফ্রিজ, ১টি টিভি, শোকেস, আলমারি, মূল্যবান মালামাল সহ নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষাধিক টাকা। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, তাদের অভাবের সংসারে এমন ক্ষতিপূরণ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর