সারাদেশে সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের নিয়ে ১৫৮ সদস্যের টিম গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যদিও এই সংখ্যা গেল মাসের ৮ জুলাই ৬৫ সদস্যবিশিষ্ট টিম ঘোষণা করা হয়েছে। এবার সমন্বয়ক হিসেবে ৪৯ জন এবং সহ-সমন্বয়ক হিসেবে ১০৯ জন শিক্ষার্থীকে ওই টিম বর্ধিত করা হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। যেখানে বলা হয়, সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো। সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে এই টিম বর্ধিত করা হবে
এর আগে ৮ জুলাই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর ব্যানারে ২৩ সদস্য বিশিষ্ট সমন্বয়ক এবং ৪২ সহ-সমন্বয়ক সবমিলিয়ে ৬৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর