
সাগর মোহনায় ট্রলার ডুবির ঘটনায় ৮ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ শুরু করেছেন কোস্ট গার্ড, নৌ-পুলিশ, দক্ষিণ আইচা থানা পুলিশ ও ট্রলার মালিক পক্ষ।
শুক্রবার সকাল ৮ টার দিকে পটুয়াখালী জেলার সোনার চর নামক স্থানে সাগর মোহনায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলার মালিক রুবেল চৌকিদার।
জেলেরা ভোলার চরফ্যাসন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। নিখোঁজ জেলেরা হলেন, চরফ্যাসন উপজেলাধীন নুরাবাদ ৮ নং ওয়ার্ডের হুমায়ুন কবির, নুরুদ্দিন, নুরাবাদ ৯নং ওয়ার্ডের শাহে আলম, আহাম্মদপুর ৮ নং ওয়ার্ডের মো. মাহোদশন, আহাম্মদপুর ৯ ওয়ার্ডের জাহাঙ্গীর, বেল্লাল, ছাদেক ও সবুজ। উদ্ধার জেলেরা হলেন, নাজিম, সুমন, মনির, শাহিন ও দুলাল। নিখোঁজ জেলেদের বাড়িতে চলছে শোকের মাতম।
ট্রলার মালিক রুবেল চৌকিদার জানান, ২৬ জুলাই ১৩ জন মাঝি মাল্লাসহ মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে শুক্রবার সকাল ৭টার দিকে ট্রলার শুকনাখালী মাছ ঘাটের উদ্দেশ্য রওয়ানা দেয়। ট্রলার কিছুক্ষণ চালানোর পর ৮ টারদিকে সোনার চর এলাকায় অসংখ্য ডুবোচর ও পানির ঢেউয়ে ট্রলার আকস্মিকভাবে উল্টে যায়। এতে ১৩ জন জেলের মধ্যে ৫ জনকে অন্য একটি ট্রলার উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ রয়েছে ৮ জন জেলে। তাদেরকে উদ্ধারে কোস্ট গার্ড কাজ করছেন।
দক্ষিণ আইচা কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার শুধাম চাকমা জানান, নিখোঁজ ৮ জেলের উদ্ধার কাজ চলমান রয়েছে।
চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, গতকাল শুক্রবার অসংখ্য ডুবোচর ও পানির ঢেউয়ে ১৩ জন জেলেসহ ট্রলার ডুবে যায়। এতে ৫ জন জেলে জীবিত উদ্ধার হয়েছে। বাকি ৮ জন জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ শুরু করেছেন কোস্ট গার্ড, নৌ-পুলিশ, দক্ষিণ আইচা থানা পুলিশ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর