
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) সকাল ১১ টার পর কয়েকশত তরুণের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে।
মিছিলটি মির্জাপুর বাজার এলাকার কয়েকটি সড়ক পদ ক্ষীণ শেষে কিছুক্ষণ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও যমুনাসেতু- জয়দেবপুর রেল সড়কের উপর অবস্থান নেয়। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক নারী শিক্ষার্থীকেও অংশ নিতে দেখা গেছে। সেসময় শিক্ষার্থীরা ৯ দফার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
শিক্ষার্থীদের এ কর্মসূচি পালনকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় বিপুল সংখ্যক পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর