রংপুরে চলমান কোটা সংস্কার আন্দোলনে বৃষ্টি উপেক্ষা করে সড়কে ঢল নেমেছে শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের। শনিবার (৩ আগস্ট) সকাল থেকে রংপুর প্রেসক্লাব চত্বরে সমবেত হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় এই আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নিতে থাকেন অভিভাবক ও শিক্ষকরাও। পরে বেলা ১২ টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় জিলা স্কুল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অভিভাবক বক্তারা বলেন, বাংলাদেশের ছাত্ররা কখনও কোনো অন্যায়কারীকে হিসেব করে না, কখনও কারো কাছে মাথা নত করে না। আপনাদেরকেও হিসেব করার সময় নেই। আগামীতে যেকোনো আন্দোলনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন তারা।
পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, আন্দোলনে গ্রেফতার হওয়া সকল শিক্ষার্থীর মুক্তিসহ নয় দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখে ভুয়া ভুয়া স্লোগান দেন তারা।
বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অভিভাবকরা জানান, আমাদের ছেলেমেয়েরা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছে। অনেকে হত্যার শিকার হয়েছে। অনেকে আহত হয়ে হাসপাতালে-বাড়িতে কাতরাচ্ছে। অনেকে আতঙ্কে দিনানিপাত করছে। আমরা অভিভাবক হয়ে বাড়িতে বসে থাকতে পারি না। তাই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে আমরাও তাদের পাশে এসে দাঁড়িয়েছি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর