নাটোরের বাগাতিপাড়ায় গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি জামাতের নেতাকর্মীরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এ উপজেলায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। বাগাতিপাড়া মডেল থানার এসআই মানিক বাদী হয়ে গত ২১ জুলাই থানায় এ মামলাটি দায়ের করেন।
এ মামলায় গত ১২ দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামাতের রাজনীতির সঙ্গে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। এদিকে অনেকের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার অভিযানও চলছে। ফলে গ্রেপ্তার এড়াতে বিএনপি জামাতের নেতাকর্মীদের অধিকাংশই আত্মগোপনে রয়েছেন।উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান বলেন, বাগাতিপাড়ায় কোটা আন্দোলনসহ নাশকতার কোনো ঘটনাই ঘটেনি। অথচ আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার, ঘরে ঘরে তল্লাশি ও হয়রানি করা হচ্ছে। এ কারণে উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। এই নেতা পুলিশের এমন গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে গ্রেপ্তার বন্ধ করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তিও দাবি করেছেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, সুনির্দিষ্ট তথ্য ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। এ ছাড়া পুলিশ কাউকে হয়রানিও করছে না । নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই করেই আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। অযথা কেউ যাতে হয়রানি না হয় সেদিকেও পুলিশ সজাগ আছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর