
রক্তে আগুন লেগেছে লেগেছে, অন্তর যায় জ্বলি, রেমিটেন্সের কেনা গুলি নিচ্ছে করে ন্যায্য বুলি, কোটা সংস্কার করতে গিয়ে সোনার ছেলেরা হল বলি, এক সাঈদ লোকান্তরে লক্ষ্য সাঈদ ঘরে ঘরে, লাশের জন্য কত কোটা? ওরা আমাদের জানাজা পড়তে দিল না, বর্বরতার বিচার চাই, এককভাবে আমি শুধু একটা বিন্দু একসাথে আমরা বিশাল এক সিন্ধু এই সকল ভিন্ন ভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশে মুখরিত হয় বরগুনার প্রেসক্লাব চত্বর।
শনিবার (৩ আগস্ট) সকাল সারে এগারোটায় কোটা আন্দোলনকে ঘিরে বরগুনা সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে বরগুনা কেন্দ্রীয় সদরঘাট মসজিদ ও বরগুনা প্রেসক্লাব চত্বরে সড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে যোগ দেয় অভিভাবকরাও। দুপুর ১২ পর্যন্ত অবস্থান করে আবারো শহরের বিভিন্ন সড়ক হয়ে বরগুনা টাউনহল মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে জড়ো হতে হয়ে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ সমাবেশ করেন।
এ কর্মসূচিতে সমন্বায়ক মুঈদ হাসান, মীর নিলয়, জিসান আক্তার বাধন, ইমাম হোসেন, রাশেদুল ইসলাম রেশান, সাজ্জাদ হোসেন আশিক সহ কোটা বিরোধী নেতৃবৃন্দ ছাত্র জনতার গণমিছিলের ডাক দেন। নেতৃবৃন্দ তাদের কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ বরগুনার সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানান। সেই ডাকে সাড়া দিয়ে হাজারো মানুষ অংশ নেন। মিছিলে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
আন্দোলন ঘিরে বরগুনা শহরের বিভিন্ন স্থানে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায় সাথে সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নৌবাহিনীর টিম সহ গোয়েন্দা সংস্থা অবস্থান করেন।
গতকালের মতো শিক্ষার্থীরা শান্তি সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে অবস্থান ধর্মঘট শেষে মৌন মিছিল সহকারে বরগুনা সরকারি কলেজের দিকে গিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর