কোটা সংস্কার আন্দোলনে নিহতদের প্রতি শোক জানানো লাল রঙের ফেসবুক প্রোফাইল পরিবর্তন করে এখন "১" চিহ্ন সম্বলিত এক দফা দাবিতে বয়ে গেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের ফেসবুক প্রোফাইল ও টাইমলাইন। শিক্ষার্থীরা জানায়, "১" হচ্ছে আমাদের এক দফা দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ।
৩রা আগস্ট রাত বারোটা থেকে শিক্ষার্থীরা কেউ '১' চিহ্ন দিয়ে, কেউবা এক দফা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের টাইমলাইন যবিপ্রবির প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী পোস্ট করেন। এছাড়াও হ্যাশ ট্যাগ ব্যবহার করে অনেকেই লিখেছেন স্টেপ ডাউন শেখ হাসিনা।
যবিপ্রবির ২৭ টি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে "দফা ১, দাবি ১ খুনি হাসিনার পদত্যাগ, সারা বাংলা কারাগার, শেখ হাসিনা স্বৈরাচার, স্বৈরাচার নিপাত যাক, আগস্ট মাস মুক্তি পাক" "দফা এক দাবি এক স্বৈরাচারের পদত্যাগ", "৯ দফা দাবি মানতে কষ্ট হয়েছিল তাই ১ দফা দাবি দেয়া হলো।শিক্ষার্থীরা সবসময় হেল্পফুল" "এক জাতি এক নতুন গল্প। তার পাশে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন, স্টেপ ডাউন হাসিনা", "আর কত এবার শেষ হোক" "দফা এক দাবি এক শেখা হাসিনার পদত্যাগ" "tan45° (যার অর্থ এক)", "রক্তাক্ত জুলাই শেষ হোক খুনি হাসিনার পতন দিয়ে, ৩৩/০৭/২৪", "আওয়াজ উডা বাংলাদেশ" প্রভৃতি দাবি সম্বলিত স্লোগান যোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন।
এদিকে আজ বিকাল তিনটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক টাইমলাইনে লিখেন, ছাত্র-জনতার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এক দফা এখন সার্বজনীন। এর বাইরে আর কোনো আলাপ নেই।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর